সময় দিগন্ত ডেস্ক:
মেজর আক্তারুজ্জামান রঞ্জন সাহেবের জামায়াতে ইসলামিতে যোগদান উপলক্ষে এক কৈফিয়ত সভা এবং জুলাই যুদ্ধা শহীদ শরিফ উসমান হাদি’র মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। তিনি বলেন, “ইসলামি আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেজর আক্তারুজ্জামান রঞ্জনের যোগদান এ আন্দোলনকে আরও বেগবান করবে।”
তিনি আরও বলেন, “কিশোরগঞ্জ-০২ আসনে জামায়াতে ইসলামির বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। জনগণ ইসলামি আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ হলে বিজয় অনিবার্য।”
সভায় জুলাই যুদ্ধা শহীদ শরিফ উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

