আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আজিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি ইয়াকুব সাইদ, সহ-সভাপতি মুফতি এমদাদুল হক, জয়েন সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল। ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সভাপতি মুফতি আজিজুল হক,ইসলামী শ্রমিক আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা আশেকে মোস্তফা, ইসলামী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, হারুন অর রশিদ মাস্টার, শ্রমিক আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র সহ- সভাপতি মোঃ ফারুক মুন্সী প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন সাংবাদিকদের সাথে তার অনূভুতি ব্যক্ত করে বলেন- জনগণ পরিবর্তন চায়। সদরের জনগণ ইসলামী আন্দোলন এর হাতপাখার পক্ষেই রায় দিবে ইনশাআল্লাহ।
গত ২০০৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। তিনি একজন আল্লাহওয়ালা, সৎ ও জনদরদি ও গরীবের ডাক্তার হিসেবে এ অঞ্চলের সর্বশ্রেণীর মানুষের কাছে বেশ সমাদৃত। চালচলনে, পোশাক-আশাকে তিনি একেবারে সাদামাটা মানুষ। গরীব অসহায় মানুষের চিকিৎসক হিসেবে ময়মনসিংহ-৪ (সদর) আসনে তিনি জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
মনোনয়ন সংগ্রহ শেষে অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই নমিনেশন ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেব ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে ময়মনসিংহ-৪ আসনের ময়মনসিংহ সদরবাসীর দোয়া চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমমনা ৮ দলের প্রার্থী বাচাই এখনো চলমান রয়েছে। এ আসনটি ইসলামী আন্দোলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

