আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে মারার পর আগুনে পুড়ানো নিহত দিপু চন্দ্র দাসের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের বাড়ীতে থামছেই না শোকের মাতম। প্রতিদিনই ছেলেহারা শোকাহত পরিবারের খোঁজখবর নিচ্ছে বিভিন্ন সংস্থা ও সংগঠন। দেওয়া হচ্ছে আর্থিক সহায়তাসহ নানা আশ্বাস। স্বামী ও সন্তান হারানোর বেদনায় পুরো পরিবার এখন শোকে কাতর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকের মাতম যেন তাদের পরিবারের এখন নিত্যসঙ্গী।
সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে দিপু দাসের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি দীপুর স্ত্রীকে চাকরির আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে দিপুর বাড়িতে যান জেলা প্রশাসক সাইফুর রহমান।
কর্মকর্তারা দিপুর পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান নিহত দিপু চন্দ্র দাসের বাবা রবিচন্দ্র দাসের সাথে কথা বলেন প্রশাসনের পক্ষ থেকে তার কাছে নগদ ২৫ হাজার টাকা, ১টি সেলাই মেশিন,শুকনো খাবার, ৬০ কেজি চাল, ৬ কেজি ডাল, ৬ লিটার তেল, ৫টি কম্বল ও রান্না সকল ধরনের প্রসাধনী হাতে তুলে দেন। পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, “নিহতের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছিলাম। সহযোগিতাসহ সবসময় তাদের পাশে থাকার কথা জানিয়েছি।”
এদিকে ঘটনার পর থেকে দিপুর পরিবারের নিরাপত্তায় তার বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপুকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দিপু দাসের বাড়ী থেকে ফিরে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদেন জেলা প্রশাসক। মতবিনিময় শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ বিতরণ করেন তিনি।
এর আগে সোমবার সকালে জেলা প্রশাসক সাইফুর রহমান তারাকান্দা উপজেলায় পৌছলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা অভিজিৎ লৌহ,উপজেলা প্রকৌশলী আসমা আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন চন্দ্র বিশ্বাসসহ ইউপি সচিববৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

