আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা মোকামিয়ায় দিপু দাসের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী সমাজে বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব সরকার গ্রহণ করেছে এবং পরিবারটির সার্বিক দেখভাল করা হবে।
এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দিপুর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শিক্ষা উপদেষ্টা শোকাহত পরিবারকে শান্তনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দিপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলেও পরিবারকে আশ্বস্ত করেন তিনি। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান শিক্ষা উপদেষ্টা।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। যত ধরনের অপচেষ্টা থাকুক না কেন, নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। কোনো চাপেই সরকার নতিস্বীকার করবে না।
উল্লেখ্য, এর আগে দিনভর বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো দিপু দাসের পরিবারের খোঁজ নেয় এবং ন্যায়বিচারের দাবি জানায়।

