দৈনিক সমর দিগন্ত ডেস্ক:
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দেড়টার দিকে ফেইসবুক পোস্টে তারেকসহ তাঁর পরিবারকে স্বাগত জানিয়ে জামাত আমীর লেখেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম।”
এদিন বেলা পৌনে ১২টায় রাজধানী ঢাকার মাটিতে পা পেলেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদ রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় আসেন তারা।
Facebook Comments Box

