
আরিফ রববানী ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ পুলিশ লাইন্স স্কুল এবং পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
২৪ ডিসেম্বর (বুধবার) তিনি পুলিশ লাইন্স স্কুল এবং পুলিশ হাসপাতাল পরিদর্শনে গিয়ে পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীরা যেন পড়াশুনার প্রতি মনযোগী হয় এবং পরীক্ষায় ভাল ফলাফল করতে পারে সে বিষয়ে শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে তিনি বলেন যে মেধা বিকাশের জন্য পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এক অনন্য প্রতিষ্ঠান।এসময় পুলিশ লাইন্স স্কুলের উজ্জল ভবিষ্যত কামনা করেন পুলিশ সুপার।এ সময় তাকে স্কুলের পক্ষে থেকে ফুল দিয়ে আন্তরিক অভিনন্দন জানান স্কুলের প্রধান শিক্ষক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিনি পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, হাসপাতালে এসে যেন রোগীরা ঠিকমত সেবা পায় এবং হাসপাতালে কর্মরত ডাক্তার ও স্টাফদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের ল্যাব, ওষুধ সরবরাহ শাখা, স্টোর রুম ও ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাসপাতালে ভর্তিরত রোগীদের খোজখবর নেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ হাসপাতালের ডাক্তার, স্টাফ ও পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।