
আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় পুলিশ প্রশাসনসহ আইন শৃঙ্খলাবাহীনীর কড়া নিরাপত্তায় ময়মনসিংহে দিনটি উদ্যাপন করেছে খ্রিস্টধর্মালম্বীরা। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এদিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিনকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন হিসেবে পালন করে থাকেন।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ময়মনসিংহে বিভিন্ন গীর্জা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। একই সাথে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন তাঁরা। এর আগে বড়দিন উপলক্ষে উপহার হিসাবে প্রতিটি গীর্জায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কেক পৌঁছে দেন। বড়দিন উৎসবমুখর পরিবেশে পালনে সকল প্রকার আইনগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পেরে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ময়মনসিংহের খ্রিস্টানধর্মাবলম্ভীরা।
খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো.সাইফুর রহমান ও পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান জেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করেছেন। এসময় খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে তাঁরা বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপার বক্তব্যে বলেন, “সারা বিশ্বের খ্রিস্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে “ক্রিসমাস ডে”র উৎসব উদযাপন করে থাকেন। ময়মনসিংহ জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুললাহ্ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ডি আই ওয়ান মোঃ জসিম উদ্দিন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ নাজমুস সাকিব বিভিন্ন গীর্জা পরিদর্শনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।