সমর দিগন্ত ডেস্ক:
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কটিয়াদি উপজেলা নির্বাহী অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং পাকুন্দিয়া উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল জব্বার।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শাখার নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, আনিসুজ্জামানসহ উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, “কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। গ্রাম ও শহরের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রতিফলন ঘটাবেন মাওলানা শফিকুল ইসলাম মোড়ল—এ বিশ্বাস আমাদের রয়েছে।”
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

