
কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় কটিয়াদি উপজেলা ধূলদিয়া ইউনিয়নে আজ শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কটিয়াদী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জনাব ইসমাইল ভুঁইয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন শাখা কার্যলয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু হানিফা বিন কালাম, কটিয়াদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান শাহ, ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান আরজু এবং পেশাজীবী শাখার সেক্রেটারি এডভোকেট বাবুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন যোগদানকারীর মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।