ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন’র আহ্বান

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ হোসেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ত্রিশাল সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে খুতবার পূর্বে নবাগত যোগদানকারী ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নিজের পরিচয় প্রদানের পর জানান, সম্প্রতি ভালুকা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি পুরোপুরি গুজব সৃষ্ট নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সম্পদ বিনষ্ট হয়েছে ও নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার কথাও জানিয়ে তিনি যে কোনও তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান।

ওসি ফিরোজ হোসেন বলেন- এ দেশের সাধারণ মানুষ শান্তি প্রিয়। তারা যে কোনও প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনও প্রকার গুজবে কান না দিতে এবং যে কোনও তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেই সাথে তিনি অনুরোধ করেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়, এবং কোথাও কোনো সমস্যা হলে সরাসরি পুলিশকে অবগত করার জন্য বিশেষ অনুরোধ রাখেন। থানার দায়িত্বশীল হিসেবে রাষ্ট্রের বিশেষ অনুরোধ গুলি মুসল্লিদের মাঝে উপস্থাপনা সহ একে অপরের প্রতি অত্র মেসেজটি জানিয়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি সকলের প্রতি ত্রিশালের আইন-শৃঙ্খলা সুন্দর রাখার জন্য সকলের সহযোগিতা কামনা সহ দোয়া প্রত্যাশা করেন।

Facebook Comments Box