নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর সংবাদদাতা:
কিশোরগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) বিকেলে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের নিকট এ মনোনয়ন ফরম দাখিল করেন জেলা জামায়াতের আমীর ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
এ সময় জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার সহকারী সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম সেলিম, এনসিপি কিশোরগঞ্জ জেলার যুগ্ম সমন্নয়ক আদিফুর রহমান, জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাজিতপুর উপজেলা জামায়াতের আমীর ডাঃ ইয়াকুত আলী, নিকলী উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, এনসিপি বাজিতপুর উপজেলার প্রধান সম্নয়কারী রাহাঙ্গীর আলম মান্না, বাজিতপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর আবু তাহের মাষ্টার, নায়েবে আমীর ফারুক আহমেদ, যুগ্ন সম্মনয়কারী শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ খেলাফতে মজলিশ বাজিতপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা রহমত উল্লাহ, বাজিতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোবারক উল্লাহ, কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির, হাজী আব্দুল হক, আমিনুল ইসলাম, রুবেল খান, জামায়াত নেতা মুস্তাকিম হাসান, নিকলী উপজেলা ছাত্রশিবির সভাপতি বকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা সেক্রেটারী মির্জা তাজুল ইসলাম লিংকন সহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

