
শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে ইসলামীর চূড়ান্ত মনোনয়ন পেলেন মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ ঘটিকায় জেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়েবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর স্বাক্ষরিত এ মনোনয়ন ফর্ম প্রার্থীর হাতে তুলে দেন কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
এসময় জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মোঃ সাইফুল্লাহ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মোঃ আজিজুল হক কাজল, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক এসএম ইউসুফ, কিশোরগঞ্জ সদর জামায়াতে ইসলামীর আমীর মোঃ নজরুল ইসলাম (হাবিব), পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য শফিকুল ইসলাম শামীম, কটিয়াদি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।