ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের ইন্তিকালে আমীরে জামায়াতের গভীর শোক প্রকাশ

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ৩১, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩১ ডিসেম্বর এক শোক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, “৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অন্যতম জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাঁদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আল্লাহ তা’আলা তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে শহীদ হিসেবে কবুল করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

Facebook Comments Box