ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ ক্ষতির দায়ে অবৈধ সিসা তৈরি কারখানাকে লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ৩১, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা ও ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের অপরাধে মালিককে ১ লাখ টাকা জরিমানাসহ মন্ডল কর্পোরেশন নামক কারখানাটিকে কারখানা বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রা।

পরিবেশ অধিদপ্তর সুত্র জানিয়েছে, পরিবেশক্ষতি করে, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় অবৈধভাবে এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলিয়ে বাজার জাত করনের ফলে কৃষিজমি ও পরিবেশসহ পশুপাখির ব্যাপকভাবে ক্ষতি করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট আইনের ধারা ৬(গ)-এর ব্যত্যয় ঘটিয়ে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের অপরাধে মন্ডল কর্পোরেশন নামক কারখানাকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কারখানাটির সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তুলে এ সিসা গলানোর কারখানা। এসব কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো। এর ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হত স্থানীয় মানুষের, দূষিত হতো চারপাশের পরিবেশ, নষ্ট হতো ফসল ও জমিসহ জীববৈচিত্র্য। কারখানাটি চরাঞ্চলে অবৈধভাবে প্রশাসনের চোখকে আড়াল করে নির্দ্বিধায় পরিচালনা করে আস ছিলো।

তিনি বলেন, এখানে কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। শুধু তাই-ই নয়, অবৈধ সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়তো পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় থেকে চলে আসছিল এই কারখানা। তিনি আরো বলেন, এলাকার জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box