
আরিফ রব্বানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ছাত্র-ছাত্রীদের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এসময় পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীরা যেন পড়াশুনার প্রতি মনযোগী হয় এবং পরীক্ষায় আরোও ভাল ফলাফল করতে পারে সে বিষয়ে পুলিশ সুপার শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ভাল ফলাফলের জন্য ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিভাবকরা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উন্নত লেখাপড়ার প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
বক্তব্যকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রতিষ্ঠান লগ্ন থেকেই উন্নত পড়াশুনার পরিবেশে মেধাবী শিক্ষার্থী গড়াই এই প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল। ইতিমধ্যেই আমাদের ফলাফল বলে দিচ্ছে আমরা সেই লক্ষে পৌঁছে গেছি। শুধু ভালো ফলাফল নয়, একজন ভালো মানুষ হিসেবেও প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলার প্রয়াস প্রতিষ্ঠানটির। এজন্য তিনি অভিভাবকদের সার্বিক সহায়তা কামনা করেন।