আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় এতিমখানায় এতিমদের কম্বল পৌছে দিতে গিয়ে তাদের খাওয়ালেন দুপুরের খাবার। তাঁর এমন মানবিকতা উপজেলাজুরে প্রশংসার দাবীদার হয়ে উঠেছেন এসিল্যান্ড ইকবাল হোসেন।
সুত্র মতে-তীব্র শীত,ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। রাতে প্রচন্ড ঠান্ডা,দিনের নেলাতেও সূর্যের দেখা মেলেনা, এতে জেঁকে বসেছে হাড়কাঁপানো প্রচন্ড ঠান্ডা ও শীত। এই কনকনে শীত উপেক্ষা করে গত ১জানুয়ারী রাতে ভালুকার ধীতপুর মধ্যপাড়া কামাল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসাসহ উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে উপজেলার ৮টি হেফজখানা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) নিয়ে পাশে দাঁড়িয়েছেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড ইকবাল হোসেন।
তিনি ১জানুয়ারী দিনের বেলায় কনকনে ঠান্ডা আবহাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত হেফজখানা ও এতিমখানায় আকস্মিক ভাবে উপস্থিত হয়ে ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে গিয়ে এতিম বাচ্চাগুলোকে দেখে মায়া লেগে যাওয়ায় তাদের সবাইকে দুপুরের খাবার খাওয়ান। এর আগে এই মানবিক কার্যক্রমের অংশ হিসাবে এসিল্যান্ড নিজ হাতে এতিমখানার ছাত্রদের গায়ে কম্বল জড়িয়ে দেন। এডিল্যান্ডের মানবিকতায় হঠাৎ হাতে উষ্ণ কম্বল পেয়ে এতিমখানার কোমলমতি ছাত্রদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
শীতবস্ত্র বিতরণ সম্পর্কে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ত) ইকবাল হোসেন বলেন, ইতিমধ্যে জেঁকে বসেছে হাড়কাঁপানো প্রচন্ড ঠান্ডা ও তীব্র শীত। এ তীব্র শীতে এতিম ছোট্ট শিশুরা অনেক কষ্টে আছেন। সেটা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এটি আমাদের দায়িত্বের একটি অংশ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের সামান্যতম উষ্ণতা দেয়, তবেই আমাদের সার্থকতা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রশাসনের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো জানান-কম্বল বিতরণ করতে গিয়ে দেখি অনেকগুলো এতিম বাচ্চা। খুব মায়া লেগেছিলো বাচ্চাগুলোকে দেখে। আজকে ওদের সবাইকে দুপুরের খাবার খাইয়েছি, খুবই আনন্দ ও তৃপ্তি পেলাম। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতায় করা।
কম্বল প্রাপ্ত এসব হেফজখানা ও এতিমখানার শিক্ষকরা প্রশাসনের সময়োপযোগী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

