ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ৩, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

পেশাগত কাজের ফাকে ফাকে দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধূলা একান্ত প্রয়োজন, খেলাধূলা কাজের গতিকে আরো বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে পুলিশ সুপার কাপ আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),এর সভানেত্রী ঝুমা নাসরিন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আবদুললাহ্ আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মোঃ আশরাফুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মোঃ সোহরোয়ার্দী হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার এবং জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

উক্ত পুলিশ সুপার কাপ আন্তঃ পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় জেলার ১৪টি থানার ২০টি দল অংশ গ্রহন করছে, প্রতিবছর পুলিশ সুপারের ব্যাক্তিগত উদ্যোগে পুলিশ সুপার কাপ আন্তঃ পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে সূত্র জানিয়েছে।

Facebook Comments Box