৪ জানুয়ারি (রবিবার) ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত কিট প্যারেড পরিদর্শন ও সালামী গ্রহণ করেন অতিরিক্ত ঝিনাইদহ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মোসফেকুর রহমান।
এ সময় তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত মালা-মাল পরিদর্শন করেন এবং এগুলোর যথার্থ ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।
তিনি সবাইকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে এবং নির্দেশনা মেনে সঠিকভাবে ইউনিফর্ম পরিধান করার জন্য গুরুত্বারোপ করেন।

কিট প্যারেডে উপস্থিত ছিলেন আর.আই পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস ঝিনাইদহ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
Facebook Comments Box

