ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় কোরআন পোড়ানোর অভিযোগ: একজন আটক, জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ৭, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম শান্ত, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া বালিয়াপাড়া গ্রামে গত রাতে পবিত্র কোরআন পোড়ানোর একটি ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ও কিশোরগঞ্জ সদর থানার সার্কেল অফিসার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইউএনও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল জানান, এ ঘটনায় পারভেজ নামে এক যুবককে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে।
মসজিদের ইমাম মাওলানা বায়েজিদ জানান, রাত আনুমানিক ৪টার দিকে লোকমান মাইক সার্ভিসের রাব্বি, রাব্বুল ও কাউসার যাওয়ার পথে মসজিদে আগুন দেখতে পান। পরে ডাক দিলে মসজিদে ইমাম ও আমরা তিন জন আগুন নেভানোর চেষ্টা করি।
ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় মুসল্লি কারী আব্দুর রহিম বলেন, কোরআন পোড়ানোর ঘটনা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে গভীর আঘাত হেনেছে। তিনি অভিযোগ করে বলেন, এলাকায় যুবসমাজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। নেশাগ্রস্ত অবস্থায় কেউ এ ধরনের জঘন্য ঘটনা ঘটাতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস বলেন, “আপনারা শান্ত থাকুন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক কারবার, জুয়া ও নিত্যদিনের নানা অপরাধ চললেও পুলিশ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরুজ, ৬নং ওয়ার্ডের সদস্য মোস্তার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box