আরিফ রববানী ময়মনসিংহ:
ময়মনসিংহ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই এখন থেকে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকার বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি মসিক এর চিফ এক্সিকিউটিভ অফিসার সুমনা আল মজিদ এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেছেন। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ।
তিনি জানান, এই সুবিধার আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার প্রায় সাড়ে তিন লাখ বাড়ির মালিক ঝামেলা-মুক্তভাবে, সহজে, সাশ্রয়ে এবং নিরাপদে কর পরিশোধ করতে পারবেন। বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে কর পরিশোধের সুবিধা থাকায় এই পদ্ধতিতে কর আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।
হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করতে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর সঙ্গে এই সমঝোতা স্মারক সই করা হয়েছে জানিয়ে সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদ আরও জানান- ঝামেলা বিহীনভাবে অনলাইন বিকাশ অ্যাপের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার পাশাপাশি যথারীতি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার সুবিধা রয়েছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজে ট্যাক্স পরিশোধ করতে পারবেন। এর ফলে নগরবাসীকে আর সশরীরে সিটি করপোরেশনে আসতে হবে না। এতে তাদের সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি যানজটও কিছুটা কমবে।’
এছাড়া কেবল কর পরিশোধই নয়, নাগরিকরা করের পরিমাণও তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারবেন। এজন্য শুরুতে বিকাশের ইউএসএসডি চ্যানেল *২৪৭# এ কয়েকটি ধাপ অনুসরণ করে কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকরা।
পরবর্তী সময়ে বিকাশ অ্যাপের মাধ্যমে কর পরিশোধ সেবা চালু হবে বলেও সিটি করপোরেশন সুত্রে জানানো হয়। বলা হয়, কেবল বাড়ির কর নয়, লাইসেন্স ফি, মার্কেটের ভাড়া, বিজ্ঞাপনসহ মসিক এর আয় উৎসের সবগুলো কর বা ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সেবা চালু হবে অচিরেই।

