
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাদিউল ইসলাম কাঞ্চন তার পদ থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ ইং) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তিনি আওয়ামী লীগের সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানের আগ্রহ প্রকাশ করে বিএনপির দায়িত্বশীল মহলের কাছে সুযোগ প্রদানের অনুরোধ জানান।
পদত্যাগের বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগ কিংবা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।