
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের পা বিচ্ছিন্নসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতরা হচ্ছেন ডান পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া হানিফ (৪৮), মানিক (৫০), শাহ আলম, রবিন ও সুমন (২৫) । আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার সকালে উপজেলার চান্দপুর ইউনিয়নের পূর্ব মণ্ডলভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছয় মাস আগে ইসরাইল গং ও হানিফ গংয়ের মধ্যে একটি সালিশ দরবার অনুষ্ঠিত হয়। সালিশ শেষে উসকানিমূলক কথাবার্তাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। পরে আহতরা সুস্থ হয়ে বাড়ি ফিরে রোববার সকালে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চান্দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছয় মাস আগে তাদের মধ্যে সংঘর্ষের কয়েক জন আহত হয়। আহতরা সুস্থ হওয়ার পর পুনরায় রোববার সকালে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন,পূর্ব বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগের ঘটনার মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। আজকের ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।