ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডা. মাহবুবুর রহমান শাহীনের ইন্তেকাল

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ১৫, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল আনসারী কটিয়াদি বনগ্রাম (প্রতিনিধি) :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, গচিহাটা নিবাসী বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহবুবুর রহমান শাহীন (রহ.) অদ্য সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. মাহবুবুর রহমান শাহীন একজন খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ও দক্ষ সার্জন হিসেবে দেশজুড়ে সুপরিচিত ছিলেন। পাশাপাশি ইসলামী আন্দোলন ও সমাজসেবায় তাঁর অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাঁর ইন্তেকালে রাজনৈতিক, সামাজিক ও চিকিৎসা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করেন। আমিন।

Facebook Comments Box