
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে জেলা পুলিশের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে পুলিশ অফিস-রেঞ্জ অফিসকে ২-০ সেটে পরাজিত করে।
ফাইনাল খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও দলগত চেতনা আরও সুদৃঢ় হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন, এবং জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটি শুরু থেকেই ছিল প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনাল ম্যাচে দুই দলের আক্রমণাত্মক ও কৌশলী খেলায় দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ জানান।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এই ফাইনাল ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আনন্দের সৃষ্টি করেছে দাবী করে এই ক্রীড়া আয়োজন ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও পারস্পরিক বন্ধন আরও জোরদার করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।
খেলোয়াড়দের নৈপুণ্য ও শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সমগ্র টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন আব্দুল্লাহ আল মামুন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ ও কিশোর খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।