স্টাফ রিপোর্টার:
খুলনা রেঞ্জের জানুয়ারি ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা ও তদারকি মিটিং অদ্য ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি পিপিএম মোঃ রেজাউল হক।
সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণের উদ্দেশ্যে সম্মানিত ডিআইজি মহোদয় নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণসহ খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এডিশনাল ডিআইজি (প্রশাসন/ক্রাইম/অপারেশন) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

