স্টাফ রিপোর্টার:
১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ ঝিনাইদহ পুলিশ লাইনস ড্রিলসেডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ ঝিনাইদহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাতে বিশেষ অভিযানের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।
এ সময় পুলিশ সুপার বিশেষ অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ব্রিফিং প্যারাডে উপস্থিত ছিলেন শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল), মোঃ আখতারুজ্জামান (সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল), মোঃ জিয়াউল ইসলাম (সিনিয়র এএসপি), ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন), সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশ ও ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসার ও ফোর্সবৃন্দ।

