স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীনকে নিয়ে তাৎক্ষণিক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় কটিয়াদি উপজেলার গণমানুষের নন্দিত জননেতা রুহুল আমিন আকিল ভাইয়ের পৈতৃক বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, “তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী— ঐক্য, ঐক্য এবং ঐক্য—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা গণমানুষের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”
এ সময় বক্তারা বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং কটিয়াদি-পাকুন্দিয়ায় সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

