ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে জেলা জামায়াতের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৩, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:

ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর বেলা থেকে জেলার বিভিন্ন এলাকায় একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের প্রধান প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এ কর্মসূচিতে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে বর্তমান ফ্যাসিবাদী শাসনের অন্যায়, দমননীতি ও অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, “দেশে একটি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতির স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামি মূল্যবোধ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ ও সাংবিধানিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

তারা আরও বলেন, “যে কোনো নাশকতা, ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ জনগণই পারে এই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধার করতে।”

অবস্থান কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

Facebook Comments Box