ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২১, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার।

ঐতিহাসিক কোদালিয়া এস.আই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলাকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল আলম ছোটন।

 

প্রধান অতিথি পাকুন্দিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক অধ্যাপক মোঃ মিজানুর রহমান খান (সুমন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুব দলের সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল, পাকুন্দিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আহমেদ জুয়েল, মোঃ খুর্শিদ উদ্দীন, মোঃ আমির খসরু, মোঃ রফিকুল ইসলাম মানিক, মোঃ আমিনুল হক জজ, মোঃ বাছির উদ্দিন, পৌর শাখার আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব মোঃ মশিউল হক উজ্জল, চন্ডিপাশা ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ মাজহারুল হক এংরাজ, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন।

এছাড়াও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, সংগঠক এবং বিপুল সংখ্যক দর্শক।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ধারার কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যেই এমন আয়োজন করে আসছে সবুজ বাংলা স্পোর্টস একাডেমি। আগামী দিনগুলোতেও তারা এ ধরনের ইতিবাচক সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করবে।

Facebook Comments Box