শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোর ৬.৩০ মিনিটে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন বড় ভাই নুরু খান। তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে ঘটনা স্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। বিদ্যুৎস্পৃষ্ট দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box

