ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২৩, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ একরামুল হক চট্টগ্রাম, হাটহাজারী সংবাদদাতা:

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০:১৯
চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুইজন হলেন—ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫)।

রোববার ভোররাত ৪টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (সাবেক শিক্ষক, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়) ছেলে এবং আবিদুল হাসান একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবিদুল হাসান। পরে ভাতিজা রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি (চট্টগ্রাম মেট্টো-থ ১৩-৮২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুমড়ে-মুচড়ে পড়ে।

ঘটনাস্থলেই মারা যান রাহাত। আর চমেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আবিদুল হাসানের। একই ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ দুই স্বজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির সবাই ও স্থানীয়রা এই অকাল মৃত্যুকে ‘অবিশ্বাস্য ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করছেন।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

Facebook Comments Box