আরিফ রববানী ময়মনসিংহ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে অবশেষে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এক সময়ের তুখোড় সাবেক ছাত্রনেতা আবু ওয়াহাব আকন্দ। তিনি দীর্ঘ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী শাসনের বিরুদ্ধে রাজপথে সবসময় সোচ্চার ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্শনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। চুড়ান্ত প্রার্থীদের মধ্যে ময়মনসিংহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে আবু ওয়াহাব আকন্দ প্রতিদ্বন্ধিতা করবেন বলে তিনি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার অন্যান্য আসনসহ বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও স্থগিত থাকে ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী ঘোষণা। যা নিয়ে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা পড়েন বিপাকে।
অবশেষে বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে ময়মনসিংহ-৪ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে আবু ওয়াহাব আকন্দের নাম ঘোষণা করা হয়। নতুন এই তালিকায় ওয়াহিদের নাম যুক্ত হওয়ায় ময়মনসিংহ সদর আসনের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় মনোনয়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন আবু ওয়াহাব আকন্দ । দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফেসবুকে ছবি ও স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জ্ঞাপনসহ ধানের শীষ প্রতীকে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।

