শফিকুল ইসলাম (শামীম), স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল (১৩ ডিসেম্বর) শনিবার রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি ও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিনে।
কিশোরগঞ্জ-২ আসনের জনপ্রিয় নেতা এবং পাকুন্দিয়া-কটিয়াদি অঞ্চলের সাধারণ জনমানুষের প্রতিনিধি হিসেবে মাওলানা মোড়ল ওসমান হাদির আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আমরা সকলে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি।”
এছাড়াও, তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি কামনা করেন।
Facebook Comments Box

