সাইফুল ইসলাম শান্ত:
শুক্রবার (১৭ অক্টোবর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এগারসিন্দুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ -২ (কটিয়াদী- পাকুন্দিয়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী ও কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
প্রধান মেহমান হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রধান আকর্ষণ হিসেবে পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাহফুজুর রহমান মাফুজ, ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দিয়া শাখার সভাপতি মাওলানা মোঃ শরিফ উদ্দিন, জামায়াতে ইসলামী এগারসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুখলেস উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন, এগারসিন্দুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আঃ সামাদ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- শ্রমিকদের সাথে মালিকপক্ষের সুন্দর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর উত্তম আচরণ প্রতিষ্ঠা করার আহ্বান জানান। কুরআন ও হাদীসের দলীল দিয়ে শ্রমজীবী মানুষের গুরুত্ব ও তুলে ধরেন। আগামী সংসদে সাংসদ হিসেবে নির্বাচিত হতে পারলে ইসলামের আইন অনুযায়ী দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।