ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন গ্রহণ

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমানের

 কার্যালয়ে গিয়ে তার হাত থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন মহানগর ও বিভিন্ন সাংগঠনিক থানা শিবিরের সভাপতি শাহীন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ সদরের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রত্যাশা করে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তেই আমরা বদ্ধপরিকর।’

Facebook Comments Box