আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এটিএম মাহবুব উল আলম ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী এই প্রচারণা চালান তিনি।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম । এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এনসিপি প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সেবামূলক কার্যক্রমসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। প্রার্থীর উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম নেতা,জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ময়মনসিংহ জজকোর্টের একজন দক্ষ আইনজীবী একই সাথে একজন মানবাধিকার কর্মী। তিনি এন পি এস গন মাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন।
গণসংযোগ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

