ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

শান্তিরক্ষা মিশনে শহীদ পাকুন্দিয়ার বীর সন্তান জাহাঙ্গীরের শেষ বিদায়

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ২১, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক সমর দিগন্ত ডেস্ক:

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UNISFA) দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাত বরণ করেছেন বাংলার অকুতোভয় বীর সন্তান জাহাঙ্গীর আলম। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বশান্তি রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে তিনি পাকুন্দিয়াসহ পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

জন্মভূমিতে শেষ ফেরা আজ শহীদ জাহাঙ্গীরের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ নিজ গ্রাম তারাকান্দিতে নিয়ে যাওয়া হয়। প্রিয় সন্তানকে শেষবারের মতো দেখতে এ সময় স্কুল মাঠ ও গ্রামজুড়ে হাজারো মানুষের ঢল নামে এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরিবারের পাশে মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এই শোকাবহ সংবাদ পেয়ে শহীদ জাহাঙ্গীরের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি বলেন: “জাহাঙ্গীর আলম শুধু এই এলাকার সন্তান নন, তিনি দেশের গর্ব। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।”

মাওলানা মোড়ল এ সময় পরিবারের খোঁজখবর নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

Facebook Comments Box