ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রব্বানী, ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের সদর উপজেলার ৯৩ নং ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সদস্য হাবিবুর রহমান, বিএনপি নেতা শাহীন ইসলাম সোহেল, স্বপন মিয়া, সুমন সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফলাফল অতিথিদের হাতে তুলে দেন। এরপর অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

ফলাফল প্রকাশ শেষে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে ফলাফল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না বলেন, “শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক গঠনে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, শিলা, জুতি ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box