বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল ও শামসুল ইসলাম সেলিম। এ ছাড়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সূত্র: কিপ্রে

