স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাত শতাধিক নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং মুহাম্মদ শামছুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহানগরীর কর্মপরিষদ সদস্যদের মধ্যে এডভোকেট এস. এম. কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, ড. আতিয়ার রহমান, সৈয়দ জয়নুল আবেদীন ও সৈয়দ সিরাজুল হকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

