ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কটিয়াদী থানা শাখার “থানা সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল আনসারী কটিয়াদী (বনগ্রাম) প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কটিয়াদী থানা শাখার উদ্যোগে “থানা সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ জানুয়ারি ২০২৬, বুধবার দুপুর ২টায় কটিয়াদী থানা শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম-এর সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তানভীর আহমাদ।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আমিরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন দেশের ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী চেতনায় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ছাত্রনেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তব্যের একপর্যায়ে তিনি ২০২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।

ঘোষিত নতুন কমিটি —

সভাপতি: উমাইর আহমেদ শাহরিয়ার

সহ-সভাপতি: হাবিবুর রহমান মুকুল

সাধারণ সম্পাদক: মো. আরিফুল ইসলাম

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box