ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসককে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ৮, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

জেলা প্রশাসককে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ থেকে সরে যাওয়া এবং সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৭ জানুয়ারী বেলা ১২ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহŸায়ক আজগর হোসেন রবিনের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক আজহারুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-সদস্য সচিব শিবলী সাদিক খান, মুখ্য সংগঠক, মোঃ আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য্য, নজরুল ইসলাম মিন্টু, রোকসানা আক্তার, তাসলিমা রত্মা, সাদেকুর রহমান সাদেক, নাজমুল হাসান রাজু খান, সেলিম সাজ্জাদ এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান লিটন, সংগঠক- আরিফ রব্বানী, ইয়াহিয়া আরিফ, আবুল কালাম আজাদ, এজি জাফর, খায়রুল বাশার, নিহার রঞ্জন কুন্ডু, আব্দুস সাত্তার, আব্দুল হাকিম, আব্দুল মালেক, মোঃ আজাহারুল ইসলাম, মমতাজ বেগম পপি, মোমেনা আক্তার, দিলরুবা আক্তার, নূরুন নাহার মুক্তি, জামাল উদ্দিন, রাফিদুল ইসলাম সোহেল, দ্বীন ইসলাম, আতিকুর রহমান শাওন, শেখ সোহেল মিয়া, মোঃ জুয়েল, এহতেশামুল হক সুমন, মোঃ মাকছুদুল হুদা, মোছাঃ রিক্তা বেগম, মাসুদ রানা প্রমুখ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তরা বলেন ময়মনসিংহ প্রেসক্লাবকে ‘‘প্রেসক্লাব ফর প্রেসম্যান’’ করার প্রয়োজনে কর্মরত সাংবাদিকদের নামের তালিকা নির্ধারন, গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন, সাধারণ সভায় অনুমোদনের ব্যবস্থা গ্রহণ, চুড়ান্ত ভোটার তালিকা নির্ণয় করার মধ্য দিয়ে নির্বাচনের দাবী করা হয়। এতে বলা হয় পেশাজীবী সাংবাদিক সংগঠন/ক্লাবে শুধুমাত্র সাংবাদিকরাই থাকবে।

অপরদিকে অসাংবাদিক, আমলা, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ীরা প্রেসক্লাবের সদস্য থাকতে পারবে না বলে সাংবাদক নেতৃবৃন্দ জোরদাবী জানিয়েছেন। তাঁরা অবিলম্বে ময়মনসিংহ প্রেসক্লাবের আসন্ন প্রহসনের নির্বাচন বন্ধ করে এর সুষ্ঠ সমাধান করার জন্য (সভাপতি) জেলা প্রশাসকের নিকট দাবী করেছেন। তা না হলে নির্বাচন সংক্রান্ত ঘটনার বিষয়ে কোন অপ্রিতিকর কিছু ঘটলে এর দায় দায়িত্ব সভাপতি জেলা প্রশাসককেই বহন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।

Facebook Comments Box