ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে জেলা প্রশাসক ফৌজিয়া খান

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ২১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) ফৌজিয়া খান (২১ অক্টোবর) মঙ্গলবার কটিয়াদী উপজেলাধীন আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রের পরিবার পরিকল্পনা কার্যক্রম, সেবার মান এবং পরিবেশ ঘুরে দেখেন। তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরণের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগকে আরও শক্তিশালী ও টেকসইভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর কার্যকারিতা বাড়াতে হবে। এসব কেন্দ্রের কার্যক্রম নিয়মিত তদারকি ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা ও প্রাথমিক চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উৎসাহ দেন এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box