ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা পারফরম্যান্স করায় ইউএনওকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ২২, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ:

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জামালপুর জেলায় প্রথম এবং ময়মনসিংহ বিভাগে সদর উপজেলা দ্বিতীয় স্থান অর্জন করায় ইউএনওকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাছিনা বেগম জামালপুর সদর উপজেলার ইউএনও জিন্নাত শহীদ পিংকির হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

জামালপুর জেলায় সবার সেরা জন্ম মৃত্যু নিবন্ধন প্রদান কার্যক্রমে প্রথম স্থান অর্জন করায় সদর উপজেলার জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকিকে সন্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম
তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগের সেরা পারফরম্যান্সে দ্বিতীয় স্থান অর্জন করেছে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ বিষয়ে ইউএনও জিন্নাত শহীদ পিংকি জানান- জামালপুর জেলায় সবার সেরা
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও ময়মনসিংহ বিভাগের সবার সেরা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের এই অর্জন জামালপুর সদর উপজেলাবাসী সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের সম্মিলিত ও ঐক্যান্তিক প্রচেষ্টার ফল। আমরা সব সময় মানুষের দৌরগোড়ায় সরকারী সেবা সমূহ সহজ ভাবে পৌছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।

এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

৭টি উপজেলা, ৮টি পৌরসভা, ৬৮টি ইউনিয়ন, ৮৪৪টি মৌজা, ১৩৪৬টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত জামালপুর জেলায় প্রথম ও ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার ভেতর দ্বিতীয় হওয়ার এই সাফল্য অর্জন করে জামালপুর উপজেলাবাসীকে গৌরবান্বিত করায় দক্ষ ও মেধাবী উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সচেতন মহল।

Facebook Comments Box