ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে দাদী-নাতিকে হত্যা ও ধর্ষণের ঘটনায় আবুয়া রবিদাস গ্রেফতার

প্রতিবেদক
editor
অক্টোবর ২২, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ:

ময়মনসিংহের ফুলপুরে দাদীর সামনে নাতিনকে ধর্ষণের সময় দেখে চিৎকার দেওয়ার দাদীকে কুপিয়ে হত্যা ও শিশুটিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবুয়া রবিদাস নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক তিনটার দিকে জেলার ভালুকা উপজেলার কাশর এলাকা হতে পুলিশ রবিদাসকে (৪০) আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন।

গত রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত আবুয়া রবিদাস স্থানীয় কাচ্চু রবিদাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আমুয়াকান্দা বাজার এলাকার রবিদাস বাড়ির ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন আবুয়া রবিদাস। এ সময় ঘটনাটি দেখে প্রতিবাদ করলে ওই শিশুর দাদি ফুলবাশীকে কুপিয়ে আহত করেন আবুয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান- ‘এ ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে ফুলপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান পরিচালনা করে ভালুকার কাশর এলাকা থেকে আসামী আবুয়া রবিদাসকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।