ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার বাদীর উপর সন্ত্রাসী হামলা; থানায় জিডি

প্রতিবেদক
editor
অক্টোবর ২৬, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার বাদী এবং সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সচিব রত্না খাতুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে ২৪ অক্টোবর (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদহ বাইপাস থেকে বাসটার্মিনালগামী যশোর রোডের মাঝামাঝি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার ৭০ নম্বর এজাহারভুক্ত আসামি রমজান আলীর নেতৃত্বে একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেলে করে মোট ৭ থেকে ৮ জন সন্ত্রাসী হামলা চালায়।
তারা প্রথমে রত্না খাতুনকে গালিগালাজ করতে থাকে এবং পরে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পর রত্না খাতুন ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, মামলার আসামি রমজানের নেতৃত্বে পরিকল্পিতভাবে ওই রাতে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

এ ঘটনায় রত্না খাতুনের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৬২৯, ২৪/১০/২০২৫) দায়ের করা হয়েছে। জিডি তে উল্লেখ করা হয়, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।”
স্থানীয় সচেতন মহল এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।