নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
গত ২৮ অক্টোবর মঙ্গলবার রাত ১১ টার দিকে নেছারাবাদ উপজেলার জাহানারা হাসপাতালে জোড়া মাথার শিশুর জন্ম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে জানা যায়, ঐদিন কাউখালী উপজেলাধীন রোন্গাকাঠী গ্রামের লিমন মিস্ত্রীর স্ত্রী চৈতী মন্ডলকে হাসপাতালের সার্বক্ষণিক ডিউটি ডাক্তার নরেশ চন্দ্র বড়ালের অধীনে ভর্তি করা হয়। ডাঃ নরেশ বড়াল আলট্রাসোনোগ্রাফি করে প্রাইম টুইন বেবী উল্লেখ করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। এরপর অপারেশনে জন্ম নেয় অলৌকিক জোড়া মাথার বাচ্চা।
মুহুর্তের মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অতি উৎসাহী হয়ে অনেকে বিষয়টিকে গুজব বলেও প্রচার চালায়। তবে বেশিরভাগ মানুষ আল্লাহু আকবর বলে মা এবং বাচ্চার সুস্থতা কামনা করেন।
যতদুর জানা যায়, ভুমিষ্ঠ হবার পরে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ ছিলো। কিন্তু পরের দিন ২৯ অক্টোবর বুধবার সকাল আনুমানিক ১০ টায় বাচ্চাটি মারা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

