এস এম রায়হান, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা (উত্তর) শাখার সাবেক সভাপতি এইচ এম মারুফ আহমদের পিতা ইন্তিকাল করেছেন! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি সুখিয়া গ্রামের প্রবীণ ব্যবসায়ী আবদুল মোমেন উরফে ফজলু ব্যাপারী নামে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ০৯:৪৭ মিনিটে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুম’আ তাহার নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁহার পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।
মরহুমের মৃত্যুতে পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শোক প্রকাশ। তারা বলেন, “মরহুম আব্দুল মোমেন ছিলেন ধর্মপ্রাণ, সমাজসেবী ও ন্যায়পরায়ণ মানুষ। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও পরিবারের জন্য আল্লাহর রহমত কামনা করি।” এছাড়াও তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

