এম এস আলী, কুলাউড়া সংবাদদাতা:
ঢাকা টু সিলেট রেললাইনের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আজ ১১টার সময় হাজার হাজার মানুষ কুলাউড়া জংশনে এসে উপস্থিত হয়ে আন্দোলন ও বিক্ষোভ করেন। এবং সেই সাথে রেলপথ অবরোধ করেন। ইতোমধ্যে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ।

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলে এসে আটকে যায় এবং আজ সকাল ১০টার পর থেকে সিলেট থেকে জয়ন্তিকা ও পাহাড়িকা ট্রেন দুটি টাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে এখনো ছেড়ে যায়নি। এদিকে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দূর্ভোগে।

তবে দলমত নির্বিশেষে সকল মানুষেরা বলছেন সিলেটের রেললাইন সংস্কার ও নতুন ট্রেন সংযোজন জরুরী। এ খবর পাওয়া পর্যন্ত রেলের উর্ধোতন কর্মকর্তারা শ্রীমঙ্গলে বসে সমাধানের কথা আলাপ আলোচনা করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কুলাউড়ার রেলওয়ে জংশনের এক কর্মকর্তা জানান
Facebook Comments Box

