স্টাফ রিপোর্টার:
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা উপহার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
শনিবার (২ নভেম্বর) সকালে কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন হতে ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, “গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অংশ নেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

